Breaking

Wednesday, 17 August 2022

তাড়িতচৌম্বক বর্ণালী কী ।। 269

 তাড়িত চৌম্বক বর্ণালি 

তড়িৎচৌম্বক বিকিরণের অন্তর্ভুক্ত রয়েছে দৃশ্যমান আলো, অবলোহিত বিকিরণ, বেতার ভরঙ্গ, অতিবেগুনি বিকিরণ, এক্সরে ও গামারশ্মি। এসব বিকিরণ যে বর্ণালির সৃষ্টি করে তাকে তাড়িত চৌম্বক বর্ণালি বলে। 



শক্তির বিকিরণ তরঙ্গ আকারে ঘটে। বিভিন্ন ধরনের রশ্মি, আলো ও তাপের ক্ষেত্রে প্রকৃতিগত পার্থক্য নেই বলে সাধারণভাবে সব তরঙ্গকে তাড়িত চৌম্বক তরঙ্গ বলা হয়।




প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের উত্তর জানার থাকলে কমেন্টে জানাতে পারেন । প্রতিদিন নতুন নতুন পশ্নে উত্তর দেখতে নিচের থেকে সাইটটি ফলো করে রাখতে পারেন।

No comments:

Post a Comment