Breaking

Wednesday, 17 August 2022

গামা রশ্মি সম্পর্কে লিখুন ।। 270

 গামা রশ্মি


10^ -11 মিটারের ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হলো গামা রশ্মি। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে এ রশ্মি নির্গত হয়। পারমাণবিক বিস্ফোরণের ফলে যে তেজস্ক্রিয় রশ্মি উৎপন্ন হয় তার অধিকাংশই গামা রশ্মি।



ফটোগ্রাফিক প্লেট ও গাইগারমুলার কাউন্টার দিয়ে এ রশ্মি উদঘাটন করা যায়। মানবদেহে ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করতে এ রশ্মি ব্যবহৃত হয়। গামা রশ্মি চার্জ নিরপেক্ষ।




প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের উত্তর জানার থাকলে কমেন্টে জানাতে পারেন । প্রতিদিন নতুন নতুন পশ্নে উত্তর দেখতে নিচের থেকে সাইটটি ফলো করে রাখতে পারেন।

No comments:

Post a Comment