বেতার তরঙ্গ
10^ -4 মিটার থেকে 5×10^4 মিটারের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে বেতার তরঙ্গ। এই তরঙ্গকে কয়েকটি উপভাগে ভাগ করা হয় : মাইক্রোওয়েভ, রাডার তরঙ্গ, টেলিভিশন তরঙ্গ।
বেতার তরঙ্গ উৎপাদিত হয় তড়িৎ স্পন্দনের মাধ্যমে। সাধারণ কোন অ্যানটেনা দিয়ে ইলেকট্রনকে স্পন্দিত করে এই তরঙ্গ উৎপাদন করা যায়। দূরবর্তী কোনো স্থানে শব্দ ও ছবি প্রেরণের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে।
বেতারে সাধারণত মিডিয়াম ওয়েত বা শর্টওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। মিডিয়াম ওয়েভে মোটামুটি 200 মিটার থেকে 500 মিটার এবং শর্টওয়েভে 10 মিটার থেকে 100 মিটারের ভরসদৈর্ঘ্য ব্যবহার করা হয়।
তবে টেলিভিশনের জন্য যে শর্টওয়েভ ব্যবহার করা হয় তার দৈর্ঘ্য মাত্র ৩ সেন্টিমিটারের মত।
No comments:
Post a Comment