Breaking

Sunday, 28 August 2022

অবলোহিত বিকিরণ সম্পর্কে লিখুন ।। 273

 অবলোহিত বিকিরণ

10^ -6 মিটার থেকে 10^ -3 মিটার তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণের নাম অবলোহিত বিকিরণ । এই ধরনের বিকিরণ উত্তপ্ত বস্তু যেমন সূর্য, তড়িৎ চুল্লি, তড়িৎ শিখা থেকে উৎপন্ন হয়।



 এই বিকিরণ কোন বস্তুর উপর পড়লে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়। এর বেগ আলোর বেগের সমান। এই বিকিরণ  সাধারণত সৌরচুল্লি, হিটারে ব্যবহৃত হয়। 




 এছাড়া আবহাওয়ার পূর্বাভাস দেয়া, কুয়াশার মধ্যে ছবি তুলা, ফলকে শুষ্ক করা, মাংসপেশির ব্যথা বা টান এর চিকিৎসায় এ রশ্মি ব্যবহৃত হয়।

No comments:

Post a Comment