সৌর বর্ণালি
সূর্যের আলো থেকে আমরা যে বর্ণালি পাই তাকে সৌর বর্ণালি বলে।
সৌর বর্ণালি সাধারণভাবে পর্যবেক্ষণ করলে একে সাতটি বর্ণের অবিচ্ছিন্ন বর্ণালি মনে হয়। কিন্তু বর্ণালি বীক্ষণ যন্ত্রের সাহায্যে সৌর বর্ণালিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, ঐ বর্ণালিতে অসংখ্য কালো রেখা রয়েছে।
এই কালো রেখাগুলোর অবস্থান সুনির্দিষ্ট হয়ে থাকে । এ থেকে বলা যায়, সৌর বর্ণালি প্রকৃতপক্ষে কালো রেখা শোষণ বর্ণালি ।
১৮০২ সালে ইংরেজি বিজ্ঞানী ওল্যাস্টন সর্বপ্রথম এই রেখাগুলো লক্ষ করেন। পরবর্তীতে ১৮০৪ সালে জার্মান বিজ্ঞানী যোসেফ ভন ফ্রনহফার এই রেখাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
সেজন্য এ রেখাগুলোকে ফ্রনহফার রেখা বলা হয়। তিনি এ রেখাগুলোকে ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো দ্বারা নামকরণ করেন।
No comments:
Post a Comment