Breaking

Sunday, 28 August 2022

সাদা আলো যে মৌলিক আলো নয় প্রমাণ করুন ।। 277

 সাদা আলো যে মৌলিক আলো নয় তার প্রমাণ

 যদি একটি অস্বচ্ছ পর্দার একটি সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে সাদা আলোর একটি সরু আলোকরশ্মিকে একটি প্রিজমের উপর ফেলা হয় তবে প্রিজমের মধ্য দিয়ে যাবার সময় আলোর প্রতিসরণ হয়।



 প্রতিসৃত রশ্মিগুচ্ছ প্রিজমের ভূমির দিকে বেঁকে যায় এবং প্রিজমের অপর পার্শ্বে একটি পর্দা রাখলে পর্দার উপর সাতটি বিভিন্ন বর্ণযুক্ত একটি রঙ্গিন আলোর পট্টি দেখা যায়।

 এই পট্টির সবার উপরের বর্ণ হলো লাল এবং একবারে নিচের বর্ণ বেগুনি। এই দুই বর্ণের মাঝের অংশে উপর থেকে যথাক্রমে কমলা, হলুদ, সবুজ, আকাশী এবং নীল বর্ণ থাকে।




 সুতরাং প্রিজমের মধ্যে দিয়ে যাবার সময় সাদা আলো সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয়েছে। অতএব প্রমাণিত হয় যে, সাদা আলো মৌলিক আলো নয়।

No comments:

Post a Comment