ছাড়ার কাপড় কালো হওয়ার কারণ
বস্তুর বর্ণ মূলত পদার্থের কোন ধর্ম নয়, এটি আলোকের একটি ধর্ম। যে বস্তু সূর্যের সবগুলো আলো শোষণ করে সেটিই কালো বস্তু অর্থাৎ তাকে কালো দেখায়।
কালো কাপড়ের তাপ শোষণ ও বিকিরণ করার ক্ষমতা বেশি। ফলে সূর্যের তাপে ছাতার কালো কাপড় দ্রুত গরম হলেও কাপড় হতে অতিদ্রুত তাপ বিকীর্ণ হয়। ফলে কাপড় খুব বেশি গরম হতে পারে না এবং ছাতার নিচে বেশি উত্তাপ অনুভূত হয় না। তাই ছাতায় কালো কাপড় ব্যবহার করা হয়।
No comments:
Post a Comment