মনোক্রোমাটিক আলোক উৎস
যে সব আলোক উৎস থেকে কেবল এক বর্ণের আলোক উৎপন্ন হয় তাদের মনোক্রোমাটিক আলোক উৎস বলে।
আমাদের অত্যন্ত পরিচিত একটি মনোক্রোমাটিক আলোক উৎস হলো সোডিয়াম বাতি। সোডিয়াম বাতিতে সোডিয়াম ছাড়া নিষ্ক্রিয় গ্যাস থাকে। যদি বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয় সোডিয়াম চার্জপ্রাপ্ত হয় এবং এক বর্ণের আলোক বিকিরণ করে।
No comments:
Post a Comment