গামা রশ্মির প্রভাবে মানুষের নিম্নলিখিত ক্ষতি হতে পারে :
১. এই রশ্মি দেহের কোষ নষ্ট করতে পারে।
২. এই রশ্মির প্রভাবে মাথার চুল পড়ে যায়।
৩. এ রশ্মিতে প্রভাবে মানুষের ক্যান্সার ও টিউমার হতে পারে।
৪. অতিমাত্রায় এ রশ্মি মানুষের দেহে পড়লে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
No comments:
Post a Comment