Breaking

Monday, 29 August 2022

অবলোহিত রশ্মি ( Infrared Ray ) কি ? এটি কি কাজে ব্যবহৃত হয় ।। ( ২৯ তম বিসিএস লিখিত ) ।। 283

 অবলোহিত রশ্মি (Infrared Ray) এবং এর কাজ (29 th bcs written)  

অবলোহিত রশ্মি : বর্ণালিতে 10^ -3 m 4 x 10^ -7 m পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো হচ্ছে  অবলোহিত রশ্মি। দৃশ্যমান লাল আলোর চেয়ে এর তরঙ্গদৈর্ঘ্য বেশি। 

সূর্য, কাঠের আগুন এবং বৈদ্যুতিক চুলা ইত্যাদি থেকে যে বিকীর্ণ তাপ আসে তাকে বলা হয় অবলোহিত রশ্মি ।



অবলোহিত রশ্মির ব্যবহার

 ১. প্রযুক্তিগত নানা ক্ষেত্রে যেমন সামরিক, চিকিৎসা, শিল্প, আবহাওয়া, পরিবেশ, কৃষি, রসায়ন প্রভৃতিতে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়।



২. অন্ধকারে ছবি তোলার জন্য জ্যোতির্বিদ্যায় এই রশ্মি ব্যবহৃত হয়।

৩. অন্ধকারে দেখার জন্য গগলসে এই রশ্মি ব্যবহৃত হয়।

No comments:

Post a Comment