Breaking

Monday, 29 August 2022

সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে কি কি হতে পারে ।। ( ৩০, ৩৭ তম বিসিএস লিখিত) ।। 287

 সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে যা যা হতে পারে এবং Ultra violet ray এর প্রভাবে মানব দেহের যে উপকার ও যে অপকার সাধিত হয়


Ultra violet ray বা অতি বেগুনি রশ্মি :

 বর্ণালিতে 5 x 10^ -9 মিটার থেকে 5 x 10^ -7 মিটারের তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিই সাধারণত অতি বেগুনি রশ্মি। এক্স-রশ্মির চেয়ে বড় এবং বেগুনির চেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মিই অতি-বেগুনি রশি। 




Ultra violet ray প্রভাবে মানব দেহের উপকার ও অপকার :

উপকার : এই রশ্মি পরিমিত পরিমাণে ব্যবহৃত হলে ত্বকে ভিটামিন ডি উৎপন্ন করে। রক্তরস, ঔষধ, টিকারীজ ইত্যাদি জীবাণুমুক্ত রাখতে এই রশ্মি ব্যবহৃত হয়। 



অপকার:

 ১। এই রশ্মির প্রভাবে চর্ম ক্যান্সার হতে পারে।

২। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

 ৩। চোখে ছানি পড়ে এবং অন্ধত্ব বেড়ে যায়।

 ৪। খাদ্যশস্য ক্ষতিগ্রস্ত হবে এবং বীজের উৎকর্ষ নষ্ট হয়।

No comments:

Post a Comment