Breaking

Tuesday, 30 August 2022

কাচের ঘর বা সবুজ বাড়ি সব গরম থাকে কেন ।। 288

 কাচের ঘর বা সবুজ বাড়ি সব সময় গরম থাকার কারণ 

বিকীর্ণ তাপ সব বস্তুর মধ্য দিয়ে সমভাবে সঞ্চালিত হতে পারে না। যে বস্তুর ভিতর দিয়ে বিকীর্ণ তাপ সঞ্চালিত হতে পারে তাকে তাপস্বচ্ছ পদার্থ বলে এবং যে বস্তুর মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হতে পারে না তাকে তাপরোধী পদার্থ বলে।



 বেশির ভাগ বস্তুই কয়েকটি বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে তাপস্বচ্ছ। আবার অন্য তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে তাপরোধী হতে পারে। কাচের মধ্য দিয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তাপ সহজে চলে যেতে পারে, তবে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের বিকীর্ণ তাপ যেতে পারে না।কাচের এই ধর্মে উপর ভিত্তি করে সবুজ বাড়ি তৈরি হয়।

 


এই বাড়িতে গাছপালা, বিভিন্ন উদ্ভিদ ইত্যাদি কাচের ঘরের মধ্যে রাখা যায়। কারণ সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে চলে যেতে পারে। এর ফলে গাছপালা বা মাটি গরম হয়ে যায়। 

এই গরম মাটি, গাছপালা দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের তাপ বিকিরণ করে। এই দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না। ফলে কাচের ঘরটি বেশ গরম থাকে। এর উপর ভিত্তি করে বর্তমান শীতপ্রধান দেশে সবুজ বাড়ির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

No comments:

Post a Comment