Breaking

Tuesday, 30 August 2022

বর্ণান্ধতা বলতে কী বোঝায় ।। 290

 বর্ণান্ধতা



মানুষের তিনটি স্নায়ু তিন ধরনের (লাল, নীল এবং সবুজ ) আলোর কম্পনের আঘাতে সাড়া দেয়। এতে বস্তুর সঠিক রং আলো দৃষ্ট হয়।



 যদি কোনো ব্যক্তির  এ তিনটি স্নায়ুর কোনো একটি অকেজো হয় তবে সেই ব্যক্তি  সে স্নায়ুর সাথে জড়িত রং দেখতে পায় না। ফলে ঐ ব্যক্তি এক রং কে অন্য রং বলে ভুল করে। একে বর্ণান্ধতা বলে।

No comments:

Post a Comment