গ্রীষ্মকালে সাদা কাপড় ব্যবহার আরামদায়ক কারণ
সূর্যের সাদা আলো সাতটি রঙের সমন্বয়ে গঠিত। কোনো বস্তু যদি সবগুলো আলো শোষণ করে তবে বস্তুটিকে কালো দেখায় এবং সবগুলো আলো প্রতিফলিত করলে তাকে সাদা দেখায়। সাদা বস্তুর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম।
সাদা জামা ব্যবহার করলে সূর্যের আলো সাদা কাপড়ে পড়ে বেশির ভাগ আলো প্রতিফলিত হয় এবং সামান্য অংশ জামা কর্তৃক শোষিত হয়। ফলে জামার তাপমাত্রা খুব সামান্য বৃদ্ধি পায়। ফলে গরম কম অনুভূত হয়। তাপমাত্রা সামান্য পরিমাণে বাড়ে বলে গ্রীষ্মকালে সাদা কাপড় পরা আরামদায়ক হয়।
No comments:
Post a Comment