Breaking

Wednesday, 31 August 2022

আলোর প্রতিফলন কত প্রকার ।। 293

 আলোর প্রতিফলনের প্রকারভেদ

প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতি অনুযায়ী আলোর প্রতিফলন দুই প্রকার। 

১। নিয়মিত প্রতিফলন  ২। ব্যাপ্ত প্রতিফলন





১.  নিয়মিত প্রতিফলন : যদি একগুচ্ছ আলোক রশ্মি কোন পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মি গুচ্ছ যদি সমান্তরাল ভাবে প্রতিফলিত হয় তবে সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে। প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে থাকে।



২. ব্যাপ্ত প্রতিফলন : যদি একগুচ্ছ আলোক রশ্মি কোন পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরালভাবে প্রতিফলিত না হয় তবে সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে। পৃৃষ্ঠ মসৃণ না হলে এরূূপ প্রতিফলন ঘটে।

No comments:

Post a Comment