আলোর প্রতিফলন বলতে
আলো কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে বাওয়ার সময় অন্য কোন মাধ্যমে বাধাগ্রস্ত হলে সেই আলো মাধ্যম দুটির বিভেদ তল হতে দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে।
আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে।
১. আপতিত আলো প্রতিফলকের উপর কত কোণে আপত্তির হচ্ছে ।
২. প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতি।
বায়ু থেকে কাচ মাধ্যমে আলো যদি লম্বভাবে আপতিত হয় তবে মাত্র ৪.৫% পরিমাণ আলো প্রতিফলিত হয় কিন্তু প্রতিফলক যদি সমতল দর্পণ হয় তাহলে প্রায় ৪০% আলো প্রতিফলিত হয়।
No comments:
Post a Comment