আবহাওয়া চিকিৎসাক্ষেত্রে অবলোহিত বিকিরণের ব্যবহার
আবহাওয়া উপগ্রহসমূহে অবলোহিত ইমেজ প্রনেসিং কৌশল ব্যবহার করে মেঘের বিন্যাস এবং নকশা চিত্রায়ন করা হয় এবং আবহাওয়ার প্রতিবেদনে প্রতিবিম্ব সহযোগে নানা চিত্র সন্নিবিষ্ট করা যায়।
অবলোহিত বিম্ব প্রক্রিয়াকরণ কৌশল স্তন ক্যান্সারসহ নানান রোগ নির্ণয়ে ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে রোগ শরীরের নানা স্থানে প্রদাহের সৃষ্টি করে এবং এর ফলে শরীরে ভিন্ন ভিন্ন জায়গায় তাপমাত্রার বৃদ্ধি ঘটে। এই সব অবস্থান সমূহ অবলোহিত বিকিরণের মাধ্যমে চিহ্নিত করা যায়।
No comments:
Post a Comment