Breaking

Friday 5 August 2022

গাছের পাতা সবুজ দেখা যায় কেন ? (২৭ তম বিসিএস লিখিত) । BCS written question science

 গাছের পাতা সবুজ দেখা যাওয়ার কারণ

কোন বস্তু তার নিজস্ব বর্ণে দেখা যায় কারণ ওই বস্তুটি শুধু নিজের বর্ণ প্রতিফলিত করে এবং বাকি বর্ণগুলো শোষণ করে। 

গাছের পাতায় ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থ থাকে । ক্লোরোফিল যুক্ত গাছের পাতা সূর্যালোকের সবুজ আলো ব্যতীত অন্য সকল বর্ণ শোষণ করে শুধুমাত্র সবুজ বর্ণের প্রতিফলন ঘটায় তাই আমরা গাছের পাতা সবুজ দেখি।



No comments:

Post a Comment