Breaking

Saturday, 6 August 2022

আলো কী ? এর প্রকৃতি কেমন ?

 আলো

আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়।

আলোর প্রকৃতি

আলোর সাহায্যে আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পেলেও সে নিজে অদৃশ্য। সাধারণভাবে আলো বিভিন্ন বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিজে অদৃশ্য থাকে।




আলো কখনো কখনো তরঙ্গের মতো আচরণ করে আবার কখনো কখনো তার আচরণ কনার মতো।

No comments:

Post a Comment