চাঁদের হলদে আলোতে লাল গোলাপের রং
চাঁদের হলদে আলোতে লাল গোলাপ কালো দেখাবে। কারণ আমরা জানি, নির্দিষ্ট রঙের বস্তু নিজের রং ছাড়া সকল রং শোষণ করে এবং নিজের রং প্রতিফলিত করে। ফলে বস্তু তার নিজের রঙে দেখা যায়।
চাঁদের আলো লাল গোলাপের উপর পড়লে গোলাপ ফুল চাঁদের হলদে আলো শোষণ করবে । ফলে কোন আলোয় প্রতিফলিত হবে না। এজন্য লাল গোলাপ কালো দেখাবে। সব রঙের অনুপস্থিতির কারণে কালো দেখাবে।
No comments:
Post a Comment