Breaking

Wednesday, 3 August 2022

ভোরের সূর্য লাল দেখায় কেন ? ( ২০ তম বিসিএস লিখিত )

 ভোরের সূর্য লাল দেখানোর কারণ

ভোরের সময় সূর্য দিগন্ত রেখার খুব কাছাকাছি থাকে। এই সময়ে সূর্য হতে আলো আমাদের চোখে আসতে পৃথিবীর পুরো বায়ুস্তর ভেদ করে আসতে হয়।

 ফলে সূর্যরশ্মি বায়ুমন্ডলে ভাসমান ধূলিকণা, পানি কণা ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় কম তরঙ্গ বিশিষ্ট আলো গুলোর ( যেমন, বেগুনি, নীল ইত্যাদি ) বেশি পরিমাণ বিক্ষেপণ ঘটে।

 কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হওয়ায় এদের বিক্ষেপণ সবচেয়ে কম হয়। ফলে লাল আলো দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। তাই এ সময় সূর্য লাল দেখায়।



No comments:

Post a Comment