Breaking

Tuesday, 9 August 2022

আলো এক প্রকার শক্তি - উক্তিটির সমর্থনে যুক্তি দিন।

 আলোক এক প্রকার শক্তি-উক্তিটির সমর্থনের যুক্তি

আলোক এক প্রকার শক্তি, কারণ বিভিন্ন শক্তি যেমন- আলোকে রূপান্তরিত হয়, আলো তেমনি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। আলোকের সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না।

 (১) বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে আলোর সৃষ্টি হয়। এখানে বৈদ্যুতিক শক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।

(২) শান দেওয়ার সময় ঘুরন্ত চাকায় ছুরি, কাঁচি চেপে ধরলে আগুনের ফুলকি বের হয় এখানে যান্ত্রিক শক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়। 

(৩) ফটো ইলেকট্রিক কোষে আলো পড়লে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। এখানে আলোকশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।



তাছাড়া আলোর ভর নেই। স্থান দখল করে না তাই আলো এক প্রকার শক্তি।

No comments:

Post a Comment