আলোক উৎস
যে বস্তু আলোক বিকিরণ করে তাকে আলোক উৎস বলে।
আলো কীভাবে উৎপন্ন হয়
যে কোন পদার্থের পরমাণুর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। পরমাণুতে যখন শক্তি প্রয়োগ করা হয় তখন ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করে এবং শক্তি সঞ্চয় করে।
ইলেকট্রনগুলো নিজ নিজ কক্ষপথে ফিরে আসার সময় শক্তির বিকিরণ ঘটে এবং তা আলোকশক্তি রূপে নির্গত হয়।
No comments:
Post a Comment