Breaking

Monday 1 August 2022

' VIBGYOR ' কী ? আকাশ নীল দেখায় কেন ? ( ৩৩ তম বিসিএস লিখিত )

 VIBGYOR

সূর্যের সাদা আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে গমন করলে প্রতিসৃত রশ্মি সাতটি রঙে বিভক্ত হয় এবং তারা প্রিজমের ভূমির দিকে বেকে যায়। প্রিজম হতে নির্গত এই রশ্মি গুলোকে পর্দার উপর ফেললে সাত বর্ণ বিশিষ্ট একটি রঙিন পট্টি পাওয়া যায়।

এই বিশ্লেষণকে বিজ্ঞানী নিউটন বর্ণালী বলে আখ্যায়িত করেন। এই সাতটি বর্ণ হলো বেগুনি (Violet), নীল (Indigo), আসমানী (Blue), সবুজ (Green), হলুদ (Yellow), কমলা (Orange) ও লাল (Red) এই সাতটি রঙের প্রথম অক্ষর দিয়ে তৈরি শব্দ হলো ' বেনীআসহকলা ' বা VIBGYOR।

আকাশ নীল দেখায় কেন 

আমরা জানি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি তাই লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম এবং বেগুনি আলোর বিক্ষেপণ সব থেকে বেশি।




 আকাশে সাদা আলোর বিক্ষেপণের ক্ষেত্রে কম তরঙ্গবিশিষ্ট বেগুনি, নীল, আসমানি আলোর বিক্ষেপণ অধিক হয় নীল আলোর বিচ্যুতি বেগুনি ও আসমানী আলোর মাঝামাঝি বলে নীল আলো মধ্য রাশি হিসাবে আপতিত হয় এবং আকাশের নীল আলোর প্রাচুর্য ঘটে। ফলে আকাশ নীল দেখায়।

No comments:

Post a Comment