Breaking

Tuesday 2 August 2022

কোন বস্তু কীভাবে দেখা যায় ? বিভিন্ন বস্তুর রং ভিন্ন কেন ? ( ১৮ তম বিসিএস লিখিত )

 কোন বস্তু কীভাবে দেখা যায়

আমাদের চোখের নিজস্ব কোন আলো নেই। কোন বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখের রেটিনায় প্রতিবিম্ব তৈরি করে এবং অপটিক স্নায়ু এই সংকেত মস্তিষ্কে পাঠায় । তখন আমরা বস্তুটিকে দেখতে পাই।


বিভিন্ন বস্তুর রং ভিন্ন কেন

আসলে বস্তুর রং পদার্থের কোনো ধর্ম নয় বরং সেটি আলোকের ধর্ম। কোন বস্তু থেকে আলোর প্রতিফলন, প্রতিসরণ বা শোষণের পর যে আলো আমাদের চোখে পড়ে সেটিই বস্তুর রং।

সূর্যের সাদা আলো সাতটি রঙের সমষ্টি। কোন বস্তু যদি সাতটি রঙের সবকটি রং প্রতিফলিত করে তবে সেটি সাদা দেখায়। আর যদি সবকটি রং শোষণ করে তবে সেটি কালো দেখায়।



সাধারণত কোন বস্তু নিজস্ব রং ছাড়া অন্য রং শোষণ করে এবং শুধু নিজস্ব রং প্রতিফলিত করে। ফলে বস্তুটিকে তার নিজস্ব রঙে দেখা যায়। যেমন, গাছের পাতা সবুজ বলে সে শুধু সবুজ রং প্রতিফলিত করে এবং অন্য রং শোষণ করে। তাই গাছের পাতা সবুজ দেখায়।

No comments:

Post a Comment