নিম্নে ভালো সমতল দর্শণের বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে। নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো ভাল দর্পণের পরিচায়ক -
১। দর্পণের পৃষ্ঠ হয় সমতল ।
২। দর্পণের পুরুত্ব কম এবং সুষম হয়।
৩। দর্পণের পেছনে উৎকৃষ্ট মানের ধাতব প্রলেপ থাকে।
৪। দর্পণ ও প্রলেপে কোন বুদবুদ থাকে না।
No comments:
Post a Comment