Breaking

Thursday, 1 September 2022

দর্পনের প্রকারভেদ লিখুন ।। 300

 - দর্শণের প্রকারভেদ

দর্পণ প্রধানত দুই প্রকার :



১। সমতল দর্পণ : কোন সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে থাকে তবে তাকে সমতল দর্পণ বলে। আমরা প্রতিনিয়ত চেহারা দেখার জন্য যে আয়না ব্যবহার করে থাকি তা সমতল দর্পণ।



২। গোলীয় দর্পণ : যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কোন গোলকের অংশবিশেষ তাকে গোলীয় দর্শণ বলে। গোলীয় দর্পণ দুই ধরনের - উত্তল দর্পণ ও অবতল দর্পণ ।

No comments:

Post a Comment