Breaking

Friday, 2 September 2022

সরল পেরিস্কোপ কি ।। সরল পেরিস্কোপ এর ব্যবহার ।। 301

 সরল পেরিস্কোপ


কোন দূরের জিনিসকে সোজাসুজি দেখতে কোন বাধা থাকলে সেটি দেখার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। পরস্পর মুখোমুখি এবং সমান্তরালভাবে রাখা দুটি সমতল দর্পণে (নলের অক্ষের সাথে ৪৫° কোণে রাখা হয়) আলোর ক্রমিক প্রতিফলনকে ব্যবহার করে সরল পেরিস্কোপ তৈরি করা হয়।



 খেলার মাঠে প্রচণ্ড ভিড় এড়িয়ে বাইরে দাঁড়িয়ে এ যন্ত্রের সাহায্যে মাঠের ভেতরের খেলা সহজেই দেখা যায়। যুদ্ধের সময় পরিখার ভেতর থেকে বিপক্ষ সৈন্যদের অবস্থান এবং গতিবিধি এই যন্ত্রের সাহায্যে দেখা যায়। 




এছাড়া সমুদ্রের পানিতে ডুবে থাকা অবস্থায় ডুবোজাহাজ (submarine ) থেকে সমুদ্রের উপরে দেখার জন্য সরল পেরিস্কোপ ব্যবহার করা হয়।

No comments:

Post a Comment