Breaking

Friday 2 September 2022

সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন ।। 305

 সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ হওয়ার কারণ


সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয়ে থাকে। কারণ, পর্দা অমসৃণ হলে এর উপর আপতিত আলোকরশ্মির বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। পর্দা থেকে বিক্ষিপ্ত আলোকরশ্মিগুলো সিনেমা হলের অভ্যন্তরে চারদিকে ছড়িয়ে প্রতিটি দর্শকের চোখে পড়তে পারে।



 পর্দা সাদা হলে সাদা বর্ণ অন্য কোন বর্ণের আলোকরশ্মি শোষণ না করে প্রতিফলিত করে দেয়। ফলে সিনেমার ঔজ্জ্বল্য কমে না এবং রং এর পরিবর্তন হয় না। এতে দর্শক স্পষ্ট ছবি দেখতে পায়।




 পর্দা চকচকে এবং মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন হতো, ফলে পর্দায় আলোকরশ্মি প্রতিফলিত হয়ে নির্দিষ্ট দিকে চলে যেতো। ঐ রশ্মিগুলো যাদের চোখে পড়ত কেবল তারা পর্দাকে দেখতো আর অন্যান্য দর্শক পর্দায় কোন ছবি দেখতে পেতো না।

No comments:

Post a Comment