সোডিয়াম বাতির আলোতে হলুদ পাতা কালো দেখানোর কারণ
সাদা আলো আসলে অনেকগুলো আলোর সংমিশ্রণ। সবুজ পাতা সবুজ আলো ছাড়া আর সব বর্ণ শোষণ করে। ফলে সাদা আলোতে পাতা সবুজ দেখায়।
তবে সোডিয়াম বাতি শুধুমাত্র হলুদ আলো বিকিরণ করে। ফলে হলুদ আলো সবুজ পাতা কর্তৃক শোষিত হয় এবং কোনো আলোই আর প্রতিফলিত করে না। ফলে পাতাটিকে কালো দেখায়।
No comments:
Post a Comment