Breaking

Saturday 3 September 2022

পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায় কেন ।। (৩৮ তম বিসিএস লিখিত) ।। 308

 পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখা যাওয়ার কারণ ।। (৩৮ তম বিসিএস লিখিত)




পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখা যায়। আলোর প্রতিসরণের জন্য এমন হয়। পানি বায়ুর তুলনায় ঘন মাধ্যম। তাই পানি থেকে আগত রশ্মি বায়ুতে প্রবেশ করার সময় অভিলম্ব হতে দূরে সরে যায়।



 এই কারণে পানিতে পুঁতে রাখা বাঁশের খুঁটি থেকে আগত রশ্মি পানি থেকে বায়ুতে প্রবেশের সময় অভিলম্ব থেকে দূরে সরে যায়। এভাবে নিমজ্জিত অংশের প্রত্যেকটি অংশ কিছুটা উপরে উঠে আসে। এজন্য খুঁটির ছায়া পানিতে বাঁকা দেখায়।

No comments:

Post a Comment