বইয়ের পাতা অমসৃণ ও সাদা হওয়ার কারণ
বইয়ের পাতা অমসৃণ হওয়ার ফলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ফলে যে কোনো দিক দিয়ে দেখলে পাতাটিকে সমান উজ্জ্বল দেখায় বলে পড়তে সুবিধে হয়ে থাকে। সাদা হওয়ায় বাইয়ের পাতা আপতিত আলোর খুব কম অংশই শোষণ করে, বরং প্রায় সব অংশকেই প্রতিফলিত করে।
লেখা সাধারণত কালো হয়। কালো লেখা আপতিত আলোর প্রায় সব অংশকেই শোষণ করে নেয় এবং খুব কম অংশকেই প্রতিফলিত করে। প্রতিফলিত আলোর এই তারতম্যের জন্য আমরা সহজে পড়তে পারি।
No comments:
Post a Comment