আলোর প্রতিসরণের সূত্র
আলোর প্রতিসরণ দুটি সূত্র মেনে চলে । নিচে সেগুলো দেয়া হলো :
১। প্রথম সূত্র : আপতিত রশ্মি, আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে।
২। দ্বিতীয় সূত্র : একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে।
No comments:
Post a Comment