হীরকের সংকট কোণ ২৮° বলতে যা বুঝায় । [৩৪তম বিসিএস)
হীরকের ঘনত্ব এবং প্রতিসরাংক বেশি, তাই বায়ু সাপেক্ষে হীরকের সংকট কোণ কম। সাধারণত আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ সর্বাধিক হয় তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বলে।
হীরকের ক্ষেত্রে ঘন মাধ্যম হচ্ছে হীরক আর হালকা মাধ্যম হচ্ছে বায়ু। হীরকে আলোকরশ্মি ২৮° কোণে আপতিত হলেই প্রতিসরণ কোণ সর্বাধিক হয় অর্থাৎ প্রতিসৃত রশ্মি বিভেদ তল দিয়ে গমন করে।
ফলে ঐ রশ্মির পূর্ণ প্রতিফলন হয় এবং এটিই হলো হীরকের সংকট কোণ । এতে বেশিসংখ্যক আলোকরশ্মির পূর্ণ প্রতিফলন হয়, বেশিসংখ্যক আলোকরশ্মি প্রতিফলিত হয়ে চোখে এসে পড়ে আর সেজন্যই হীরককে অত্যন্ত উজ্জ্বল দেখায়।
No comments:
Post a Comment