সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে সামান্য উপবৃত্তাকার দেখানোর কারণ
সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দিগন্তরেখার কাছাকাছি অবস্থানে সূর্য থাকে, তাই সূর্যের নিচের অংশ উপরের অংশের চেয়ে দিগন্তের বেশি কাছে থাকে।
এর ফলে সূর্যের নিচের প্রান্ত হতে আগত রশ্মি বাতাসের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বেশি বেঁকে যায় এবং উপরের প্রান্ত থেকে আগত রশ্মি প্রতিসরণের ফলে অপেক্ষাকৃত কম বাকে।
। যেহেতু চোখ সোজা দেখে, তাই সূর্যের উলম্ব ব্যাস অনুভূমিক ব্যাসের চেয়ে কম বলে মনে হয় এজন্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার দেখায়।
No comments:
Post a Comment