রাতের আকাশে তারাগুলো ঝিকমিক করার কারণ
নক্ষত্রের ঝিকিমিকি করার কারণ হলো আলোর প্রতিসরণ। বিভিন্ন কারণে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তাপমাত্রার পরিবর্তন হয়ে থাকে।
ফলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রতিসরাংকেরও পরিবর্তন হয়। দূরবর্তী নক্ষত্র থেকে আগত আলোক বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় প্রতিসরাংকের পরিবর্তনের জন্য প্রতিনিয়ত প্রতিসরিত হয়ে আঁকাবাঁকা পথ ধরে আমাদের চোখে আসে।
এতে একবার বেশি আলো আবার কম আলো আমরা দেখতে পাই। এজন্য তারাগুলো ঝিকমিক করছে বলে আমাদের মনে হয়।
No comments:
Post a Comment