Breaking

Monday, 5 September 2022

আলোর প্রতিসরণাঙ্ক কী ।। 315

আলোর প্রতিসরণাঙ্ক


আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে বা বাঁকাভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। 



আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসরণাঙ্ক হয় সেই মাধ্যমের। প্রতিসরণাঙ্ক দুই ধরনের। যথা -

১. পরম প্রতিসরণাঙ্ক

২. আপেক্ষিক প্রতিসরণাঙ্ক 





শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো পরম প্রতিসরণাঙ্ক এবং শূন্য বা বায়ু মাধ্যম ব্যতীত যে কোনো এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক।

No comments:

Post a Comment