সংকট কোণ বা ক্রান্তি কোণ
নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ ৯০° হয় সেই আপতন কোণকে ক্রান্তি কোণ বা সংকট কোণ বলে।
ক্রান্তি কোণ আলোর রঙের উপরও নির্ভর করে। নির্দিষ্ট মাধ্যমের ক্রান্তি কোণ বিভিন্ন রঙের আলোর জন্য বিভিন্ন হয়। হলুদ আলোর জন্য পানির সাপেক্ষে কাচের ক্রান্তি কোণ ৬০%।
যার অর্থ কাচ থেকে পানিতে হলুদ রঙের আলোকরশ্মি প্রতিসরিত হওয়ার সময় কাচে ৬০° কোণে আপতিত হলে প্রতিসরিত রশ্মি কাচ ও পানির বিভেদতল ঘেঁষে যাবে।
সংকট কোণ বা ক্রান্তি কোণের চিত্র :
No comments:
Post a Comment