পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
আলোকরশ্মি যদি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে ক্রান্তিকোণের চেয়ে অধিক কোণে আপতিত হলে প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। একে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটি এবং সেগুলো হলো :
১. আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে ঘন ও হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে।
২. আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে।
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের চিত্র :
চিত্রে, আপতন কোণ θ', সংকট কোণ θc এর চেয়ে বড়।
PO = আপতিত রশ্মি।
OQ = প্রতিসরিত রশ্মি।
AB = বিভেদতল
NON' = অবিলম্ব এবং O আপতন বিন্দু।
No comments:
Post a Comment