Breaking

Wednesday, 7 September 2022

একই আকৃতির একখন্ড কাচ অপেক্ষা হীরক বেশি উজ্জ্বল কেন ।। 320

 একই আকৃতির একখও কাচ অপেক্ষা একখণ্ড হীরক বেশি উজ্জ্বল দেখানোর কারণ 




কাচের প্রতিসরাংক 1.5 ও হীরকের প্রতিসরাংক 2.4 । এক্ষেত্রে, বায়ুর সাপেক্ষে কাচের ও হীরকের সঙ্কট কোণ 42° এবং 24° । 


ক্ষুদ্র সংকট কোণের জন্য হীরকের মধ্যে আপতিত আলোকরশ্মির বার বার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ফলে হীরক খুব উজ্জ্বল দেখায়। 



কাচের ক্রান্তি কোণের মান অনেক বড় হওয়ায় কাচের মধ্যে সহজে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে না। দু'একটি পৃষ্ঠে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পর আলোকরশ্মি কাচ থেকে বেরিয়ে আসে। তাই হীরকের মত কাচ উজ্জ্বল দেখায় না।

No comments:

Post a Comment