Breaking

Tuesday, 20 September 2022

লেন্স কাকে বলে? লেন্স কত প্রকার ও কী কী ।। 328

 লেন্স


দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। অথবা, দুইটি তল দ্বারা সীমাবদ্ধ কোন একটি স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমের দুটি তলের একটি সমতল এবং অপরটি গোলকীয় বা উভয় তলই গোলকীয় হলে উক্ত মাধ্যমকে লেন্স বলে। অথবা, দুটি গোলকীয় বা একটি গোলকীয় ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা বেষ্টিত কোন স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমকে লেন্স বলে।

 কাচ, কোয়ার্টজ, প্লাস্টিক ইত্যাদি দ্বারা লেন্স তৈরি করা হলেও অধিকাংশই লেন্স কাচের তৈরি হয়ে থাকে।




লেন্সের প্রকারভেদ

লেন্সের তলের প্রকৃতি অনুযায়ী দুভাগে বিভক্ত। যথা-

১. উত্তল লেন্স (Convex lens) 

২. অবতল লেন্স (Concave lens)


লেন্সের চিত্র



            চিত্রে উত্তল ও অবতল লেন্স।


উত্তল লেন্স

 উত্তল লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু। এই লেন্সে আলোক রশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয় এবং একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারি করে। ফলে এই লেন্সকে অভিসারি লেন্স বলা হয়। এই লেন্স তিন ধরনের হতে পারে। যথা - সমতলোত্তল, দ্বি-উত্তল ও অবতলোত্তল লেন্স।


অবতল লেন্স

অবতল লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ মোটা হয়। এ লেন্সে আলোক রশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয়ে একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারি করে বলে একে অপসারি লেন্স বলে। এই লেন্স ও তিন ধরনের হয়। যথা -- দ্বি-অবতল, সমতলাবতল ও উত্তলাবতল লেন্স।


প্রকৃতি অনুযায়ী লেন্স দু ভাগে বিভক্ত । যথা -

১. অভিসারি লেন্স (Converging lens) 

২. অপসারি লেন্স (Diverging lens)



 অভিসারি লেন্স

 পরস্পর সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি যে লেন্সে প্রতিসরণের পর কোনো এক বিন্দুতে মিলিত বা অভিসারিত হয় তাকে অভিসারি লেন্স বলে। উত্তল লেন্সে পরস্পর সমান্তরাল আলোক রশ্মিসমূহ প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মিসমূহ কোনো একটি বিন্দুতে মিলিত বা অভিসারিত হয়। সেজন্য উত্তল লেন্স অভিসারি লেন্স।


 অপসারি লেন্স

 পরস্পর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যে লেন্সে প্রতিসরণের পর কোনো এক বিন্দু হতে ছড়িয়ে পড়ছে বা অপসারিত হচ্ছে মনে হয় তাকে অপসারি লেন্স বলে। পরস্পর সমান্তরাল আলোক রশ্মিসমূহ অবতল লেন্সে প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মিসমূহ কোন একটি বিন্দু হতে আসছে বা ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। এ কারণে অবতল লেন্স অপসারি লেন্স।


Tags : লেন্স কাকে বলে, লেন্স কত প্রকার ও কী কী, উত্তল লেন্স কাকে বলে, অবতল লেন্স কাকে বলে, অভিসারি লেন্স কাকে বলে, অপসারি লেন্স কাকে বলে, লেন্সের প্রকারভেদ, লেন্সের সংজ্ঞা, লেন্সের চিত্র, lens kake bole,

No comments:

Post a Comment