Breaking

Monday 12 September 2022

hsc 2022 routine । এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২

 HSC 2022 exam routine || এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ pdf


বহু প্রতীক্ষার পরে কাঙ্ক্ষিত ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই বছরের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সিলেবাস দেখার লিংক :


              সংক্ষিপ্ত সিলেবাস দেখুন 


[রুটিন দেখুন নিচের লিংকে]

এসএসসি পরীক্ষার মতো করেই এইচএসসি পরীক্ষা ২ ঘন্টার হবে এবং সাকাল ১১ টা - দুপুর ১ টা অথবা ২ টা থেকে ৪টা। পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর ২০২২ ইং তারিখ থেকে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হব ১৩ ডিসেম্বর ২০২২ ইং তারিখে।



ব্যবহারিক পরীক্ষা ১৫-২২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনাবলি :

১। পরীক্ষা আর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।


৩।  বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘন্টা ৪০ মিনিট হবে।


• পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।


[সম্পূর্ণ রুটিন দেখুন নিচের লিংকে]




                সম্পূর্ণ রুটিন দেখুন



(ক) সকাল ১১.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল ১০.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ করা হবে।


  • সকাল ১১.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।।
  • সকাল ১১.২০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।


(খ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে।


Tags : hsc 22 routine, hsc routine 2022, hsc routine 2022 bangladesh, HSC exam routine 2022 PDF, HSC Routine 2022, HSC Routine PDF, HSC routine 2022 Dhaka Board, HSC routine 2022 Sylhet Board, HSC routine 2022 Chittagong Board, HSC routine 2022 Rajshahi Board, HSC routine 2022 Dinajpur Board, HSC routine 2022 Mymensingh Board, HSC routine 2022 Jessore Board, HSC routine 2022 Cumilla Board, HSC routine 2022 Borishal Board, hsc 2022 routine 2022 pdf, hsc 22 exam date, 2022 hsc exam routine, 2022 hsc exam date, এইচএসসি পরীক্ষা ২০২২, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার রুটিন, এইচএসসি পরীক্ষা ২০২২ রুটিন, 



No comments:

Post a Comment