Breaking

Thursday, 22 September 2022

উত্তল লেন্স ও অবতল লেন্সের ব্যবহার লিখুন।। 330

 উত্তল লেন্স ও অবতল লেন্সের ব্যবহার


উত্তল লেন্সের ব্যবহার :

১। উত্তল লেন্সকে আতসী কাচ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। উত্তল লেন্সের দিয়ে আলোক রশ্মিকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা হয় তাই এই লেন্সকে আতসী কাচ বলে। শত্রুপক্ষের জাহাজে আগুন ধরিয়ে দেয়ার জন্য বিজ্ঞানী আর্কিমিডিস ১ম উত্তল লেন্সকে আতসী কাচ হিসেবে ব্যবহার করেছিলেন।



২। চশমা, ক্যামেরা, বিবর্ধক, অনুবীক্ষণ যন্ত্র ইত্যাদি আলোক যন্ত্রে এই লেন্স ব্যবহার করা হয়।


অবতল লেন্সের ব্যবহার

১। অবতল লেন্স প্রধানত চশমায় ব্যবহার করা হয়ে থাকে। 

২। এছাড়াও দূরবীক্ষণ যন্ত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়।




Tags : উত্তল লেন্স ও অবতল লেন্সের ব্যবহার, উত্তল লেন্সের ব্যবহার, অবতল লেন্সের ব্যবহার, লেন্সের ব্যবহার, লেন্সের ব্যবহার উল্লেখ করো,

No comments:

Post a Comment