Breaking

Friday 23 September 2022

লেন্স কীভাবে শনাক্ত করা যায় ।। 331

 লেন্স কীভাবে শনাক্ত করা যায়


উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোন লক্ষ্যবস্তু থাকলে সেই বস্তুর অসদ, সোজা ও বিবর্ধিত বিম্ব গঠিত হয়। আবার অবতল লেন্সের সামনে কোন বস্তু রাখলে সেই বস্তুর খর্বিত বিম্ব গঠিত হয়। 



সুতরাং, লেন্সের সামনে খুব কাছাকাছি একটি আঙ্গুল রেখে অপর দিক থেকে দেখলে যদি আঙ্গুলের বিবর্ধিত বিম্ব গঠিত হয় তবে সেটি উত্তল, আর যদি খর্বিত বিম্ব গঠিত হয় তাহলে সেটি অবতল লেন্স। এভাবে লেন্স উত্তল নাকি অবতল তা শনাক্ত করা যায়।




Tags: লেন্স কীভাবে শনাক্ত করা যায়,  লেন্স চেনার উপায় কি, উত্তল লেন্স কীভাবে চেনা যায়, অবতল লেন্স কীভাবে চেনা যায়, লেন্স উত্তল নাকি অবতল তা চেনার উপায়, লেন্স চেনার উপায়, lens

No comments:

Post a Comment