একটি লেন্সকে একটি দেওয়ালের সামনে ১০ সে.মি. দূরে রাখা হলে,যদি এতে দূরের বস্তুর উল্টানো প্রতিবিম্ব ভালোভাবে ফোকাসিত হয়। তবে লেন্সটি কী ধরনের এবং এর ফোকাস দূরত্ব নির্ণয়
যদি একটি লেন্সকে একটি দেওয়ালের সামনে ১০ সে.মি. দূরে রাখা হয়, তবে একটি দূরের বস্তুর উল্টানো প্রতিবিম্ব লেন্সের ফোকাস তলে গঠিত হয়। এক্ষেত্রে লেন্সটি অভিসারি বা উত্তল লেন্স এবং লেন্সটির ফোকাস দূরত্ব হয় ১০ সে.মি.।
Tags: লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়, বিসিএস লিখিত প্রস্তুতি, বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
No comments:
Post a Comment