Breaking

Monday 26 September 2022

বিবর্ধক কাচের সাহায্যে বই পড়তে হলে বইয়ের পাতা থেকে লেন্সটিকে কত দূরে রাখতে হবে এবং এক্ষেত্রে প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব হবে ।। 334

 বিবর্ধক কাচের সাহায্যে বই পড়তে হলে বইয়ের পাতা থেকে লেন্সটিকে যত দূরে রাখতে হবে এবং এক্ষেত্রে প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব হবে তা নিচে দেওয়া হলো



যেহেতু বিবর্ধক কাচ হলো মূলত উত্তল লেন্স। ফলে বিবর্ধক কাচের সাহায্যে বই পড়তে হলে বই এর পাতা লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখতে হবে। এক্ষেত্রে লেন্সটি পাতার অক্ষরগুলির বিবর্ধিত, অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে।



প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow করে রাখতে পারেন।

No comments:

Post a Comment