Breaking

Sunday, 9 October 2022

সাদা আলোর গঠনপ্রকৃতি লিখুন ।। 342

 সাদা আলোর গঠনপ্রকৃতি


সাদা আলোর গতিপথে একটি প্রিজম রাখা হলে সূর্যের সাদা আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে সাতটি বর্ণে বিভক্ত হয় এবং এরা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়।


 প্রিজম হতে নির্গত এ রশ্মিকে পর্দার উপর ফেললে একটি মনোরম দৃশ্যের সৃষ্টি হয় এবং সাদা আলোর পরিবর্তে সাতটি রঙ-এর একটি বর্ণালি পাওয়া যায়। এ বর্ণগুলো হলো বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এ সাতটি বর্ণের যে কোনো একটির গতিপথে প্রিজম রাখলে এটি আর বিশ্লিষ্ট হয় না।



কাজেই এ সাতটি বর্ণ দ্বারা গঠিত সাদা আলো একটি যৌগিক আলো।


** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন।

No comments:

Post a Comment