Breaking

Monday 10 October 2022

আলোর বিচ্ছুরণ কীভাবে পরীক্ষা করা যায় বর্ণনা করুন ।। বিসিএস প্রস্তুতি ।। 343

 আলোর বিচ্ছুরণ পরীক্ষা পদ্ধতি 

1666 খ্রিষ্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন নিম্নোক্ত পরীক্ষাটি করেন এবং এই সিদ্ধান্তে উপনীত হন যে, সাদা আলোর প্রকৃতি হলো যৌগিক এবং ৭ টি মূল বর্ণের আলোর সমষ্টি।



চিত্র : আলোর বিচ্ছুরণ


কোন অস্বচ্ছ পর্দায় A একটি সরু ছিদ্র, P একটি কাচ প্রিজম এবং প্রিজমের অপর পার্শ্বে কিছু দূরে অবস্থিত S একটি পর্দা। সরু ছিদ্র দিয়ে সাদা আলো রশ্মি প্রিজমে আপতিত হলে প্রতিসৃত রশ্মিটি সাতটি মূল বর্ণে বিভক্ত হয় এবং পর্দার উপরে একটি রঙ্গিন পট্টি পাওয়া যায়। 



এ পট্টির এক প্রান্তে থাকে লাল বর্ণ এবং অপর প্রান্তে থাকে বেগুনি বর্ণ। বিভিন্ন বর্ণের সাপেক্ষে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বিভিন্ন বলে এই বর্ণালির সৃষ্টি হয়। লাল বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি সর্বাপেক্ষা কম এবং বেগুনি বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি সর্বাপেক্ষা বেশি আবার পর্দায় বেগুনি বর্ণের আলোক সর্বাপেক্ষা বেশি এবং লাল বর্ণের আলোক সর্বাপেক্ষা কম স্থান দখল করে থাকে।


 হলুদ বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি লাল ও বেগুনি বর্ণের আলোক রশ্মির মাঝামাঝি। এজন্য এর বিচ্যুতিকে গড় বিচ্যুতি এবং হলুদ রশ্মিকে মধ্য রশ্মি বলা হয়।


** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।


Tags: কোন আলোর বিচ্ছুরণ বেশি, আলোর বিচ্ছুরণ এর উদাহরণ, আলোর বিচ্ছুরণ কেন হয়, আলোর বিচ্ছুরণ এর প্রাকৃতিক উদাহরণ, আলোর বিচ্ছুরণ ও বর্ণালী, আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেন,আলোর বিচ্ছুরণ এর কারণ কি?, সাদা আলোর মধ্য বর্ণ কোনটি?, সাদা আলোর প্রকৃতি যৌগিক এটি কে প্রমান করেন?

No comments:

Post a Comment