ফটো তড়িৎ পদার্থ এবং ফটো তড়িৎ ক্রিয়া
সিজিয়াম (Cs), লিথিয়াম (Li). পটাশিয়াম (K) ইত্যাদি পদার্থের উপর আলো পড়লে এগুলো হতে ইলেকট্রন নির্গত হয়। এই ক্রিয়াকে ফটো-তড়িৎ ক্রিয়া বলে।
আর Cs, Li, K, Na এই পদার্থগুলিকে বলে আলোক-তড়িৎ পদার্থ। আলোক রশ্মি যখন কোন ধাতব পৃষ্ঠে আপতিত হয় তখন ধাতব পৃষ্ঠের ইলেকট্রন আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করে। যখনই ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তি ধাতব পৃষ্ঠে তার বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, তখনই ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হয় বা বেরিয়ে আসে ।
** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।
Tags: ফটো তড়িত পদার্থ, ফটো তড়িত ক্রিয়া, বিসিএস প্রস্তুতি, bcs, math jiggasha bangla, আলোর তড়িত ক্রিয়া, আলোক তড়িৎ পদার্থ
No comments:
Post a Comment