আলোর তাড়িত চৌম্বকতত্ত্ব
বিজ্ঞানী ম্যাক্সওয়েল ১৮৬৪ সালে আলোর তাড়িত চৌম্বক তত্ত্বের অবতারণা করেন । এই তত্ত্ব অনুসারে যখন গতিশীল চৌম্বক ও তড়িৎ ক্ষেত্রের দ্রুত পর্যাবৃত্ত পরিবর্তন ঘটে তখন দৃশ্য ও অদৃশ্য বিকিরণের উদ্ভব হয় যা তরঙ্গ আকারে 3 x 10^8 m/s বেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এটি অনুপ্রস্থ তরঙ্গ এবং এর সঞ্চালনের জন্য ইথারের কল্পনা প্রয়োজন হয় না।
** প্রিয় পাঠক আপনার কোন প্রশ্নের জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং পোস্টটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। যদি সাইটটি ভালো লাগে তবে Follow & Share করে রাখতে পারেন এবং যেকোনো এ-ড এর উপর ক্লিক করবেন আশা করি।
Tags : ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন, আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব প্রদান করেন কে, আলোর তরঙ্গ তত্ত্ব,তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কি, বিসিএস প্রস্তুতি, mathjiggashabangla, bcs


No comments:
Post a Comment